• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

শরিফুলের জোড়া আঘাতে বাংলাদেশের উড়ন্ত সূচনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২৪

বল হাতে দারুণ এক সময় পার করছেন পেসার শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারে উইকেট পেয়ে আটকেছিলেন আভিস্কা ফার্নান্দোকে। নিজের চতুর্থ ওভারে আবার পেয়েছেন উইকেটের দেখা। তার জোড়া শিকারে বল হাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এসে বাংলাদেশ দারুণ শুরু পেয়েছে। পঞ্চাশ পেরুনোর আগেই নেই লঙ্কানদের তিন উইকেট। আরেক উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে শুরুটাই নরবড়ে ছিল লঙ্কানদের জন্য। শরীফুলের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান আভিস্কা ফার্নান্ডো। শরিফুলের বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন, তবে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় সৌম্যর হাতে। মাঝে তানজিম সাকিবকে এনেছিলেন অধিনায়ক শান্ত। তার ওপরেই চড়াও হয়েছেন লঙ্কান ব্যাটাররা।

বাংলাদেশকে এই অবস্থায় পথ দেখালেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়া বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশাল মেন্ডিসের ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। পরের ওভারেই সামারাবিক্রমাকে ফেরান শরিফুল। অফ-স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলেছেন তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads